শিরোনাম
◈ বাণিজ্য–ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নিতে চায়, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র ◈ মেঘনার সহযোগী সমির সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন, পুলিশের প্রতিবেদন ◈ ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত, আটক ৩  ◈ মুসলিম দেশগুলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত ◈ সৌদি রাষ্ট্রদূত ও মডেল মেঘনার পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’ ◈ ‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’ ◈ ডিসেম্বরে ভোট ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসি ◈ আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়,  একটি অঙ্গীকার, একটি শপথ ◈ আরও ৬ হাজার টন চাল এলো ভারত থেকে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৩, ১০:২৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৩, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা

অভিযুক্ত রনি মিয়া (ফাইল ছবি)

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈরে নেশার টাকা না পেয়ে এক যুবক তার বাবা জয়নাল আবেদীনকে (৬০) শ্বাসরোধে হত্যা করেছে। 

শনিবার (২২ এপ্রিল) রাতে দোয়ানী চালা এলাকায়  ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এটনায় অভিযুক্ত রনি মিয়াকে সোমবার (২৪ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে দোয়াানি চালা এলাকায়  (শনিবার) ঈদের দিন রাতে নেশার টাকার জন্য বাবা জয়নাল আবেদীনের সঙ্গে ছেলে রনি মিয়ার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। টাকা না পেয়ে রনি ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীনের গলায় বিদ্যুতের কালো তার পেচিয়ে হত্যা  করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই রাতে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

নিহতের বড় বোন মরিয়ম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পিতাকে হত্যার দায়ে ছেলে রনি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামি রনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজীপুর আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়