শিরোনাম
◈ আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার ◈ ৩০০ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন বিরাট কোহলি ◈ ইংরেজিতে অদক্ষতা নিয়ে কটাক্ষ, কড়া জবাব রিজওয়ানের! ◈ সিঙ্গাপুর থে‌কে দেশে ফিরেই মিরপুর স্টে‌ডিয়া‌মে তামিম ইকবাল ◈ মার্চ ফর গাজা: ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে পুরো ঢাকা (ভিডিও) ◈ বিপ্লব থেকে সংস্কার: নতুন বাংলাদেশে বিএনপির চরম যুদ্ধ ◈ আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা আল-কুদস: আজহারী ◈ ‌লিভারপুল তারকা সালাহ সৌদি আর‌বের ৫০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দি‌লেন  ◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৩, ১০:২৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৩, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা

অভিযুক্ত রনি মিয়া (ফাইল ছবি)

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈরে নেশার টাকা না পেয়ে এক যুবক তার বাবা জয়নাল আবেদীনকে (৬০) শ্বাসরোধে হত্যা করেছে। 

শনিবার (২২ এপ্রিল) রাতে দোয়ানী চালা এলাকায়  ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এটনায় অভিযুক্ত রনি মিয়াকে সোমবার (২৪ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে দোয়াানি চালা এলাকায়  (শনিবার) ঈদের দিন রাতে নেশার টাকার জন্য বাবা জয়নাল আবেদীনের সঙ্গে ছেলে রনি মিয়ার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। টাকা না পেয়ে রনি ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীনের গলায় বিদ্যুতের কালো তার পেচিয়ে হত্যা  করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই রাতে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

নিহতের বড় বোন মরিয়ম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পিতাকে হত্যার দায়ে ছেলে রনি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামি রনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজীপুর আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়