শিরোনাম
◈ ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার ◈ গভীর রাতে অনৈতিক কার্যকলাপ, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৪ ◈ দেশে সরকার পরিবর্তন ছাড়া আর কিছু বদলায়নি: গয়েশ্বর ◈ ঢাকা সিটি কলেজ আরও দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত ◈ নতুন কমিশন বরণে প্রস্তুত ইসি, আস্থা ফিরবে তো? ◈ নেদারল্যান্ডস ও স্পেনের ম্যাচ দিয়ে শুরু হবে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল ◈ সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন (ভিডিও) ◈ নির্বাচন যত দেরি হবে, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে: তারেক রহমান (ভিডিও) ◈ সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় গেলে বিএনপি আরেকটি ‘আওয়ামী লীগে’ পরিণত হতে পারে ◈ হোয়াটসঅ্যাপ আনলো চমকপ্রদ ফিচার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৩, ১০:২৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৩, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা

অভিযুক্ত রনি মিয়া (ফাইল ছবি)

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈরে নেশার টাকা না পেয়ে এক যুবক তার বাবা জয়নাল আবেদীনকে (৬০) শ্বাসরোধে হত্যা করেছে। 

শনিবার (২২ এপ্রিল) রাতে দোয়ানী চালা এলাকায়  ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এটনায় অভিযুক্ত রনি মিয়াকে সোমবার (২৪ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে দোয়াানি চালা এলাকায়  (শনিবার) ঈদের দিন রাতে নেশার টাকার জন্য বাবা জয়নাল আবেদীনের সঙ্গে ছেলে রনি মিয়ার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। টাকা না পেয়ে রনি ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীনের গলায় বিদ্যুতের কালো তার পেচিয়ে হত্যা  করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই রাতে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

নিহতের বড় বোন মরিয়ম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পিতাকে হত্যার দায়ে ছেলে রনি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামি রনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজীপুর আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়