মো.বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): রাজধানীর ডেমরা থেকে ছিনতাই হওয়া ৬ কয়েল কপার তার (৪০০ কেজি) পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ মোগরাকুল এলাকার মো. মহসাসিনের ছেলে মো.শরিফ (২৫), একই থানার চনপাড়া এলাকার মো. হারুনের ছেলে মো. ইমরান (২৮) ও নাররায়ণগঞ্জের সোনারগাঁও থানার পশ্চিম বেহাকুর এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শাহাবুদ্দিন (২১)।
ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত ২৭ মার্চ ডেমরার নড়াইবাগ এলাকায় অবস্থিত কারখানা থেকে ৬ কয়েল তার নন্দিপাড়া এলাকায় সিএনজিযোগে নেওয়া হচ্ছিল। এ সময় মোস্তমাঝির মোড় এলাকায় ছিনতাইকারি চক্রটি ১ হাইএস মাইক্রোবাসে এসে সিএনজির গতিরোধ করে অজ্ঞাত ৪ জন অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে কপার তার ছিনতাই করে। সম্পাদনা: ইস্রাফিল
প্রতিনিধি/ইএফ/জেএ
আপনার মতামত লিখুন :