মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম): জেলার হাটহাজারীতে বাজার করতে এসে নিখোঁজ হওয়ার ৫দিন পর ষাটোর্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়াস্থ ওয়াপদা কলোনির মসজিদের দক্ষিণ পাশে হালদা নদীর সংযুক্ত খাল কাটাখালী খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই সময় মরদেহটি মাথা এবং পায়ের হাঁটুর সাথে গামছা দিয়ে বাঁধা ছিল। তিনি রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার সিকদার বাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ।
পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পুত্র তাঁর পিতার মরদেহটি সনাক্ত করে।
জানা যায়, ২৬ মার্চ বিকেলে উপজেলার ইছাপুর বাজার করার জন্য ঘর থেকে বের হয়েছিল। এরপর থেকে নিখোঁজ ছিল।
হাটাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন সবুজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ
আপনার মতামত লিখুন :