ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ছিনতাইকালে হাতেনাতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট সংলগ্ন ডেমরা-রামপুরা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২ টি চাকু, ৫০ গ্রাম ওজনের মরিচের গুরার প্যাকেট ও ঝান্ডু বাম নামে ১ টি মলমের প্যাকেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মশুরদী গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মো. বাচ্চু (২৯), শরীয়তপুর জেলার পালং থানার চরশূন্যঘোষ গ্রামের মৃত মো. খালেদের ছেলে মো. শান্ত (২৭) ও ডেমরা থানার সারুলিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার রাতেই ডেমরা থানায় ৩৯৩ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলা করা হয়েছে।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতারকৃতরা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল বলে তাদের নামে অভিযোগ রয়েছে।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :