রফিকুল ইসলাম মিঠু: রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে মো. মামুন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেরেবাংলা নগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আশরাফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরআইএম/এসএ
আপনার মতামত লিখুন :