শিরোনাম
◈ ট্রাম্পের সঙ্গে ইলনের মতবিরোধ শুল্ক নিয়ে, ট্রাম্পবিরোধী বিক্ষোভে টালমাতাল যুক্তরাষ্ট্র ◈ যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করবে ৫ লক্ষাধিক মার্কিনী ◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৩, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার 

গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান আলী নির্যাতিত স্কুল ছাত্রীর বাড়ি সংলগ্ন তার শ্বশুড় আব্দুস ছামাদ শেখের বাড়িতে ঘরজামাই থাকতেন। ভিকটিম বাশুড়িয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে এ ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বিবরণে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত হাসান আলী নির্যাতিত স্কুলছাত্রীর নিকটাত্মীয়।

বৃহস্পতিবার (০৯ মার্চ) মধ্যরাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে হাসান আলী আত্মীয়তার সুবাদে তাকে ঘরে ডেকে নিয়ে যায়। পরে তাকে ফুসলিয়ে নেশাযুক্ত খাবার খাওয়ান। ভিকটিম অচেতন হয়ে পড়লে তাকে রাতভর ধর্ষণ করা হয়। এক পর্যায়ে জ্ঞান ফিরলে ধর্ষিতা স্কুলছাত্রী চিৎকারে করে। এ সময় তার বাড়ির লোকেরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নাত চিকিৎসার জন্য রোগিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে রের্ফাড করেন।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ধর্ষণ মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা চলছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়