শিরোনাম
◈ জাল সনদে কর্মসংস্থান আর নয়, কুয়েত সরকারের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু ◈ মেসির রেকর্ড ছোঁয়া গোলেও জয় পে‌লো না ইন্টার মায়া‌মি ◈ ওয়ান‌ডে বিশ্বকা‌পের বাছাই প‌র্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ ◈ পৃথিবীর প্রথম স্থায়ী সাগরতল গবেষণাগার নির্মাণ করছে চীন ◈ এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের ৬ দেশকে হুমকি ইরানের, যুদ্ধের শঙ্কা ◈ দুর্ঘটনায় জামায়াতের শিক্ষাসফরের দুই বাস, ৩ কর্মী নিহত, আহত ৩০ ◈ থাইল্যান্ডে ও‌পেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পর এবার রৌপ‌্য পদক জিত‌লেন বাংলাদেশের রাফি ◈ ডিসেম্বরে নির্বাচনের দাবিতে একজোট হচ্ছে রাজনৈতিক দলগুলো ◈ ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের বিরু‌দ্ধে ড্র কর‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৩, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ মাসের শিশু সন্তানক হত্যা করলো মা

হত্যা

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাইম নামে দু'মাস বয়সী এক শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাহমিনা আক্তার(২৬) নামক এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার তাহমিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের এই ঘটনাটি ঘটে। শিশু সাইম উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো.খোকন মিয়ার ছেলে। বাবা খোকন মিয়া ইটভাটায় কাজ করতেন।

জানা যায়, তাহমিনা ও খোকন মিয়ার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয় দীর্ঘদিন আগে। এরই মধ্যে তাদের ঘরে ৪টি সন্তানের জন্ম হয়। চার সন্তানের মধ্যে ছোট শিশু সন্তান ছেলে সাইম জন্ম নেওয়ার পর তার নাম রাখার সময় খাবারের আয়োজন করে খোকন মিয়া। কিন্তু স্ত্রীর বাবার বাড়ির কম লোকনজনকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়। পরের দিন রাগ করে বাবার বাড়ি পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামে চলে আসে তাহমিনা। 

সেখানে এসে স্বামী খোকনকে ফাঁসানোর জন্য নিজের শিশু সন্তান সাইমকে পুকুরে ফেলে হত্যা করে স্ত্রী তাহমিনা। গত(১২ মার্চ) রোববার রাতের দিকে এ ঘটনাটি ঘটায় মা তাহমিনা। সে রাতেই পরিবারের লোকজনসহ প্রতিবেশীদের জানায় সাইমকে তার বাবা শুশুর বাড়িতে এসে নিয়ে পালিয়ে গেছে।

পরের দিন সকালে স্থানীয়রা পুকুরে গোসল করতে গেলে একটি লাশ দেখতে পায়। তখন পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধার করে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা শিশু সন্তান সাইময়ের বাবা-মা দুজনকেই থানায় নিয়ে আসি। পরবর্তীতে মা সাইমকে হত্যার দায় স্বীকার করেন। হত্যার কারণও সে জানায়। এ ঘটনায় এখন স্বামী খোকন মিয়া বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়