শিরোনাম
◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ আমাকে নিয়ে যা যা ঘটছে, তা blessings in disguised হিসেবে গ্রহণ করছি : মুন্নী সাহা ◈ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো ◈ সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক ◈ বিওএ’র ম্যারাথন ২০ ডিসেম্বর, লোগো উন্মোচন ◈ শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ ◈ পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে: ডিএমপি  ◈ অ্যাকাউন্টের বিষয়ে মুন্নী সাহার সংশ্লিষ্টতা নেই’, অস্বাভাবিক লেনদেনের কথা অস্বীকার করেছেন কবির হোসেন তাপস

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিফ বাসে তল্লাশি, ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মাসুদ আলম: রাজধানীর হাতিরঝিল থানা ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াছিন, আলী হোসেন ও মো. হাবিবুল্লাহ।

শুক্রবার গভীর রাতে হাতিরঝিল ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান বলেন, কিছু মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসে করে বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে টঙ্গী ইজতেমা ময়দানের দিকে ইয়াবা নিয়ে আসছে।  এমন তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে অবস্থান নেয়। হানিফ পরিবহনের বাসটি এলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। তখন বাস রেখে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেপ্তার করা হয়। পরে বাস তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়