শিরোনাম
◈ এবার কালিয়াকৈরে পেপসির কারখানায় হামলার চেষ্টা! ◈ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের, উত্তেজনা ◈ ৬৭ শতাংশ ঋণ বাড়াবে এডিবি ◈ ভুটা‌নে ফুটবল লিগ খেল‌তে উড়াল দি‌লেন বাংলা‌দে‌শের ৫ নারী খে‌লোয়াড়  ◈ গোল খে‌য়ে পি‌ছি‌য়ে পড়া আল নাসর রোনালদোর জোড়া গোলে জয় পে‌লো  ◈ গোল কর‌তে পা‌রে‌নি বা‌র্সেলোনা, আত্মঘাতী গোলে জয় পে‌য়ে‌ছে তারা   ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে এখন পর্যন্ত প্রতিনিধিত্ব করেছে বাংলা‌দেশসহ ১২৬ দেশের ফুটবলার ◈ বাণিজ্য–ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নিতে চায়, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র ◈ মেঘনার সহযোগী সমির সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন, পুলিশের প্রতিবেদন ◈ ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০৮:১৯ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ফরিদপুরে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট একেএম উজ্জ্বল  হোসেন (উজ্জ্বল ) হতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রীর সিলেট গমন নিয়ে আপত্তিকর ছবি শেয়ার করা হয়। ব্যাঙ্গাত্মক কথাও লেখা হয় তাতে।

বিষয়টি নিয়ে স্থানীয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনা নিয়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ সম্প্রতি থানায় একটি অভিযোগ করেন।

এ ব্যাপারে ওসি আবু তাহের বলেন, অভিযুক্ত উজ্জ্বল হোসেনের ফেসবুক আইডি হতে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছে। এ বিষয়ে জিডি করে আদালতে তদন্ত অনুমতি চাওয়া হয়। তদন্তে আসামির অপরাধ সত্য বলে প্রতীয়মান হয়। বিষয়টি আদালতে দাখিল করা হয়। 

২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 


প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়