মোস্তাফিজুর রহমান: মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানীর আসাদগেটে চলন্ত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. রাব্বি (২০) ও মো. শাওন (২০) নামে দুই তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যাই বখাটেরা। আতহদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া রাব্বির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আহতদের বন্ধু শাহরিয়ার শান্ত জানায়, আহতরা লালবাগ শহীদ নগর এলাকার । মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে বন্ধু-বান্ধব মিলে দুটি বাস ভাড়া করে ধামরাই মোহাম্মদি গার্ডেন এলাকায় ঘুরতে গিয়েছিলাম সেখানে বিকাশ পরিবহনের বাসে ঢাকায় ফেরার পথে, সন্ধ্যার গাবতলী এলাকায় আসলে বাসের মধ্যে থাকা কয়েকজন যুবক ধূমপান ও মেয়েদেরকে ইভটিজিং করে। এ সময় রাব্বি প্রতিবাদ করলে রাব্বির সাথে তাদের হাতাহাতি হয়।
বাসটি আসাদগেট এলাকায় আসলে জ্যামের মধ্যে পড়ে এ সময় তিন থেকে চারজন যুবক বাসের মধ্যে উঠে রাব্বিকে মারধর করে পরে পেটে ও বাম পায়ে ছুরিকাঘাতে আহত করে। পরে শাওন এগিয়ে গেলে পিঠে চুরিকাঘাত করে আহত করে বাস থেকে নেমে পালিয়ে যায়। অবস্থা রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :