শিরোনাম
◈ ‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, বৃদ্ধি পেয়েছে ফি ◈ শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক ◈ ইসি কর্মকর্তারা ওটিপি ফাঁস আতঙ্কে! ◈ জুলাই আন্দোলনে গিয়ে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ফের শুরু ◈ সাকিব আল হাসান মার্চে আবার বোলিং পরীক্ষা দেবেন  ◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২২, ১১:৫৭ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২২, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে চলন্ত বাসে ছুরিকাঘাত, নিহত ১

মোস্তাফিজুর রহমান: মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানীর আসাদগেটে চলন্ত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. রাব্বি (২০) ও মো. শাওন (২০)  নামে দুই তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যাই বখাটেরা। আতহদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া রাব্বির মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

আহতদের বন্ধু শাহরিয়ার শান্ত জানায়, আহতরা লালবাগ শহীদ নগর এলাকার । মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে বন্ধু-বান্ধব মিলে দুটি বাস ভাড়া করে ধামরাই মোহাম্মদি গার্ডেন এলাকায় ঘুরতে গিয়েছিলাম সেখানে বিকাশ পরিবহনের বাসে ঢাকায় ফেরার পথে, সন্ধ্যার গাবতলী এলাকায় আসলে বাসের মধ্যে থাকা কয়েকজন যুবক ধূমপান ও মেয়েদেরকে ইভটিজিং করে।  এ সময় রাব্বি প্রতিবাদ করলে রাব্বির সাথে তাদের হাতাহাতি হয়।

বাসটি আসাদগেট এলাকায় আসলে জ্যামের মধ্যে পড়ে এ সময় তিন থেকে চারজন যুবক বাসের মধ্যে উঠে রাব্বিকে মারধর করে  পরে পেটে ও বাম পায়ে ছুরিকাঘাতে আহত করে। পরে শাওন এগিয়ে গেলে পিঠে চুরিকাঘাত করে আহত করে বাস থেকে নেমে পালিয়ে যায়।  অবস্থা রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়