শিরোনাম
◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার! ◈ বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে? ◈ অবশেষে আল হিলালের বিপক্ষে জয়ের দেখা পেল আল নাসর ◈ হঠাৎ চিকেন’স নেকে ভারী অস্ত্র মোতায়েন ভারতের! ◈ ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৮ ◈ শেখ হাসিনাকে ফেরত দিতে নতুন চাপে ভারত ◈ বাংলাদেশের যে কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলো মিয়ানমার! ◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২, ০১:০৭ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২২, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নন্দীগ্রামে বিধবা নারীকে ধর্ষণ, ভাসুর গ্রেপ্তার 

ভাসুর গ্রেপ্তার 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এক বিধবা নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই নারীর সম্পর্কে জেঠাতো ভাসুর। 

রোববার রাতে থানায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে (৬৩) গ্রেফতার করা হয়। সে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের কুস্তা পূর্বপাড়ার মৃত আব্দুর সোবাহান প্রামানিকের ছেলে। ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, কুস্তা গ্রামের ওই নারীর স্বামী ৭ বছর পূর্বে মারা গেছেন। দুই সন্তানের জননী বাড়িতে একা থাকার সুযোগে জেঠাতো ভাসুর আব্দুর রাজ্জাক ওই বাড়িতে গিয়ে তাকে কু-প্রস্তাব দিতো। গত ১৩ মে রাতে বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করে ভাসুর রাজ্জাক। লজ্জায় কাউকে কিছু না বলায় সুযোগ পায় ওই লম্পট। ২৫ জুন রাতে ফের বিধবা নারীকে ধর্ষণ করে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, বিধবা নারীকে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে বিয়ের কথা বলে সময় পার করে রাজ্জাক। এই সুযোগে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। জনপ্রতিনিধির পরামর্শে থানায় গিয়ে মামলা দায়ের করেন ওই নারী। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

প্রতিনিধি/ এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়