শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২, ০১:২০ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা

প্রেস ক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা

মহসীন কবির, মোস্তাফিজুর রহমান: নিজের জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে তিন সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আগুন ধরানো পূর্বেই স্থানীয় জনতা ও পুলিশ উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আত্মহত্যার চেষ্টাকারী নারীর শিরিন খান (৩৫), তার মেয়ে শারমিন খান (১৬) হাজী নুরুদ্দিন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ও শিশু ছেলে জহির খান (১০) বরপা প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীতে ছাত্র। এ ঘটনায় তার সঙ্গে ছিল তার আরেক মেয়ে সানজিদা খান ৩ বছর সে সুস্থ রয়েছে। 

ওই নারীর সঙ্গে তার ছেলে ও মেয়ে উপস্থিত ছিল। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত কয়েকজন ওই নারীকে বাধা দেন। সেখান থেকে তাদের উদ্ধার করে দুপুর ১২টায় শাহবাগ থানা পুলিশ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।

এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা গেছে, দুই দিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকার বাসিন্দা।

শিরিন খান জানান, ২০১৫ সালে হান্নান সাউত নামের, প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চার কাঠা জমি কিনে সেই জমিতে ২তলা বাড়ি করেন। হঠাৎ ৮ মাস পূর্বে বেসিক ব্যাংকের কর্তৃপক্ষ এসে তাদের জানিয়েছেন এ জমি বন্ধক রয়েছে। আপনারা এ বাসা ছেড়ে দেন। পরে শিরিন খান বিষয়টি জমির মালিককে বললে, তার প্রতি উত্তরে তিনি বলেছেন যে তুমি ১০ লাখ টাকা নিয়ে জায়গা ছেড়ে চলে যাও। এমনটি অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী তিনি আরো বলেন হান্নান সাউথ ঐ এলাকার প্রভাবশালী তার বিষয়ে কোথাও কোনো আমরা সঠিক বিচার পাচ্ছি না। । 

এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলাম এমনটি তিনি বলেন, সে কারণে আজকেও এমন ঘটনাটি ঘটিয়েছি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আসেন একই পরিবারের শিশুসহ তিনজনকে গায়ে আগুন ধরানোর আগেই স্থানীয় জনতা এবং শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসেন। পরিবারের তারা তিনজন এ ঘটনার পূর্বে ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন এমনটি জানিয়েছেন চিকিৎসকের পরে জরুরী বিভাগে স্টমাক ওয়াজ শেষে মেডিসিন ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

শিরিন নারায়ণগঞ্জ সোনারগাঁ বরপা গ্রামের জুনায়েদ আহমেদ খানের স্ত্রী। তার স্বামী ব বাড়িতেই  থাকেন অসুস্থ এবং ঘর ভাড়া দিয়ে তাদের জীবন জীবিকা চলে বলেও জানান শিরিন। 

এমকএ/এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়