শিরোনাম
◈ আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে : আলোচনায় ঢালাও মামলা ◈ আপনার এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না: মিনা ফারাহকে জামায়াতের আমির ◈ সাকিবের অলরাউন্ড পারফরমেন্সেও হার এড়াতে পারলো না বাংলা টাইগার্স ◈ সহিংসতার সঙ্গে মোদির সংযোগ নেই, নিজ দেশের গোয়েন্দা কর্মকর্তাদের ক্রিমিন্যাল বললেন ট্রুডো! ◈ অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, হতাশার দিন কাটালো মিরাজরা ◈ খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে ভাংচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও‌, হাসিনার আক্রোশের স্বীকারোক্তি ◈ সেন্টমার্টিনে যাওয়ার ট্রাভেল পাস পাবেন যেভাবে ◈ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি ◈ আসছে বছর খেলাপি ঋণ ছাড়াতে পারে পাঁচ লাখ কোটি টাকা ◈ বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২, ০৫:২১ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২২, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিত্যক্ত ঘরে মিলল যুবকের মরদেহ

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে একটি পরিত্যক্ত ঘরে পাড়ার ক্ষুধে ফুটবলাররা খুঁজে পেল অজ্ঞাতনামা এক (৩৫) যুবকের লাশ। পড়ে দাউদকান্দি থানা পুলিশকে খবর দিলে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ কথা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া এলাকার বালুর মাঠের পশ্চিম পাশে পরিত্যক্ত একটি দো-চালা টিনের ঘর রয়েছে। ৮ বছর আগে এই টিনের ঘরটি নির্মাণ করলেও হলেও নির্মাণের পর থেকে এখানে কেউ বসবাস না করায় অযত্নে অবহেলায় ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরটির চারপাশে জোপঝার ও অন্ধকারাচ্ছন্ন ভূতরে পরিবেশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে ওই ঘরের পাশের বালুর মাঠে স্থানীয় ছেলেরা প্রতিদিনের ন্যায় ফুটবল খেলতে গিয়ে ফুটবলটি পরিত্যক্ত ঘরে পড়ে। ক্ষুধে খেলোয়াড়রা ফুটবলটি কুঁড়াতে ঘরে প্রবেশ করলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় লাশের গলায় কাপড়ের একটি চিকুন অংশ দিয়ে কারবাঁশের সাথে বসা অবস্থায় মাথাটি ঝুলানো ছিলো। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই কাজ করছে বলছে পুলিশ জানিয়েছে।

তবে লাশটি কয়েকদিন আগের এবং মুখ বিকৃত হওয়ায় এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রতিনিধি/ এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়