শিরোনাম
◈ বাংলাদেশ নিয়ে  যুক্তরাজ্যের এপিপিজি'র রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক (ভিডিও) ◈ সব পরিচয়ের ওপরে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান ◈ চাঁদাবাজ গ্রুপের মূলহোতা এনামুল হক হৃদয় গ্রেফতার ◈ পুলিশ পরিচয়ে অপহরণ, ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার ◈ বিজিবির কড়া প্রতিবাদের মুখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ ◈ ‘তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি’, সমন্বয়ক রাফিকে হুমকি ◈ জাতীয় নির্বাচন দ্রুত করতে দেশি-বিদেশি চাপ বাড়ছে ◈ এসএসএফ ডিজিকে নিয়ে ফেসবুক পোস্ট বানোয়াট : প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দাবি ◈ জুলাই গণঅভ্যুত্থান: ১৫০ কোটি টাকা অনুদান আহতদের চিকিৎসায়  ◈ প্রতিবছর দেশে ১ লাখেরও বেশি মৃত্যুর কারণ বায়ুদূষণ: গবেষণা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমির পানি নিয়ে বিতর্ক-

চান্দিনায় ঘুষিতে প্রাণ গেলে কৃষকের

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় জমিতে পানি নিস্কাশনে দুই পক্ষের মারামারিতে মো.আবুল কাশেম (৫২) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিম ও আলাউদ্দিন নামে দুইজনকে আটক করেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ও গল্লাই ইউনিয়নের সীমান্তবর্তী ফসলী মাঠে ধান ক্ষেতের পানি নিস্কাশন নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামের আবুল কাশেম ও গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামের রহিম মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।

এ পর্যায়ে রহিম মিয়া ও তার দুই ছেলে আলাউদ্দিন, জুনাইদ ওই সংঘর্ষে লিপ্ত হয়। এ পর্যায়ে তাদের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন কৃষক আবুল কাশেম।

এ সময় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তার। প্রত্যক্ষদর্শী নিহতের ছেলে রেজাউল করিম জানান, শনিবার সকালে বাবার সাথে আমি জমিতে পানি সেচ করতে যাই।

আমরা তাদের জমির পাশ দিয়ে জমিতে পানি ছাড়তেই আব্দুর রহিম বাঁধা দেয়। এক পর্যায়ে তারা কয়েকজন এসে আমার বাবাকে পিটিয়ে ও বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটে পড়েন।

আমার চিৎকারে আস-পাশের লোকজন এসে আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনা জানার পরপর আমরা ঘটনাস্থলে যাই।

ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়