শিরোনাম
◈ ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার!

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৩ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারীতে সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আটক ৩

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার

অপূর্ব চৌধুরী: পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সহ-সম্পাদক আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার। শনিবার রাতে রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজারে ৮-১০ জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় তার ওপর হামলা করে৷ পরবর্তীতে ওয়ারী থানা পুলিশ উৎসব, হোসেন ও জীবন নামের ৩ জনকে আটক করে।

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগী শাহরিয়ার জানান, শনিবার আনুমানিক রাত ১০.৫৭ মিনিটে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকার কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে দিয়ে পেশাগত কাজ শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। এসময় তার বিপরীত দিক থেকে ৮-১০জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় অতর্কিত হামলা করে।

নিজেকে সাংবাদিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেবার পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। প্রচন্ড মারধর করে তারা সেই শিক্ষার্থীকে তাড়িয়ে দেয়। একইসাথে হুমকি প্রদান করে। তখন আতঙ্কিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে ওয়ারী থানা পুলিশ তাকে উদ্ধার করে। 

ওয়ারী থানার উপ-পরিদর্শক সৌরভ সাহা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সে ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়