শিরোনাম
◈ রাষ্ট্র মেরামতের আড়ালে কি চাপা পড়ল রাজনৈতিক দলের সংস্কার? ◈ পানি ছাড়ল ভারত, বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর (ভিডিও) ◈ ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদ জসীমের মেয়ে লামিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার ◈ মার্কিন শুল্কনীতি: সংকট মোকাবিলায় তৈরি হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাব ◈ ভারতে জেল খেটে ফিরলো ৭ বাংলাদেশি ◈ অনসোর পিএসসির খসড়া প্রস্তুত, মন্ত্রণালয়ে যাচ্ছে শিগগিরই! ◈ নিউজিল্যান্ড এ’ দলের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের স্কোয়াড ঘোষণা, দ‌লে আস‌লেন মুস্তাফিজ ◈ বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় ◈ দেশে নতুন ভোটার ৬৩ লাখ, বাদ ২৩ লাখ মৃত ভোটার ◈ দেশের দক্ষিণের ২১ জেলায় বিকেল থেকে ‘ব্ল্যাক আউট’

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৩ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারীতে সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আটক ৩

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার

অপূর্ব চৌধুরী: পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সহ-সম্পাদক আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার। শনিবার রাতে রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজারে ৮-১০ জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় তার ওপর হামলা করে৷ পরবর্তীতে ওয়ারী থানা পুলিশ উৎসব, হোসেন ও জীবন নামের ৩ জনকে আটক করে।

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগী শাহরিয়ার জানান, শনিবার আনুমানিক রাত ১০.৫৭ মিনিটে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকার কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে দিয়ে পেশাগত কাজ শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। এসময় তার বিপরীত দিক থেকে ৮-১০জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় অতর্কিত হামলা করে।

নিজেকে সাংবাদিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেবার পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। প্রচন্ড মারধর করে তারা সেই শিক্ষার্থীকে তাড়িয়ে দেয়। একইসাথে হুমকি প্রদান করে। তখন আতঙ্কিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে ওয়ারী থানা পুলিশ তাকে উদ্ধার করে। 

ওয়ারী থানার উপ-পরিদর্শক সৌরভ সাহা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সে ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়