মোঃ আদনান হোসেন, ধামরাই: ধামরাইয়ে নিজের গায়ে আগুন দিয়ে নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। মৃত নাসিমা বেগম নওগাও কায়েত এলাকার জয়নাল আলীর তৃতীয় স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, শুক্রবার দুপুরে সবার অগোচরে লাড়ুয়াকুন্ড চকে নাসিমা নিজের শরীরে ডিজেল ঢেলে আগুন দেন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যায় এবং দগ্ধ অবস্থায় উদ্ধার করে ধামরাই হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। তবে ঢাকা পৌঁছার আগেই মারা যান নাসিমা বেগম।
কুল্লা ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, আহত নাসিমাকে উদ্ধার করে ধামরাই হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ধামরাই থানার এসআই আশরাফ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপী
আপনার মতামত লিখুন :