শিরোনাম
◈ প্রাথমিকের শিক্ষকদের বদলির বিষয়ে যে বার্তা দিলো শিক্ষা অধিদপ্তর ◈ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেসসচিব শফিকুল আলম ◈ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ (ভিডিও) ◈ কাশ্মীর হামলার জের: ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করলো পাকিস্তান, যাত্রী ভোগান্তির আশঙ্কা ◈ বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা? ◈ কাজী নাবিল ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রেও শেয়ার জব্দ ◈ স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু, সহায়তা খতিয়ে দেখার প্রশ্নে ধোঁয়াশা ◈ পেহেলগাম কাণ্ডে মুসলিমদের যা করতে বললেন ওয়াইসি ◈ ইউএনইএসসিএপি'র দুটি গুরুত্বপূর্ণ গভর্নিং কাউন্সিলের নির্বাচনে জয়লাভ করলো বাংলাদেশ ◈ নরওয়ের অ্যাথলেটরা চী‌নে মাংস খে‌তে পার‌ছেন না ডোপ টে‌স্টের ভ‌য়ে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ঢাকা কলেজের তিন নেতা (ভিডিও)

রাজধানীর নিউমার্কেট এলাকায় 'চাঁদাবাজ' আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চাঁদাবাজ দাবি করে এক যুবককে আটক করে পুলিশ সদস্যের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এর আগে এক যুবককে ঘিরে চাঁদাবাজির অভিযোগ তুলে জেরা করছেন একাধিক ব্যক্তি। এছাড়া ‘ঢাকা কলেজের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’; ‘ছাত্রদলের নামে চাঁদাবাজি; চলবে না চলবে না’- বলে স্লোগান দিতেও দেখা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফয়েড ফেসবুক পেইজে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'ছাত্রদলের চাঁদাবাজিতে অতিষ্ঠ নিউমার্কেট ও ঢাকা কলেজের আশেপাশের ব্যবসায়ীরা। আজকে ছাত্রদল নেতারা চাঁদাবাজি করতে গেলে ব্যবসায়ী ও ছাত্র-জনতা ছাত্রদলের চাঁদাবাজদের প্রতিহত করে। এদের পরিচয় হচ্ছে- ঢাকা কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও ছাত্রদল কর্মী সাজ্জাদ হোসাইন রাব্বি।'

তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেনি। ঘটনাস্থলে ছিলেন ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি বলেন, বুধবার বিকালে কিছু লোকজনের গণ্ডগোল দেখে ওখানে গিয়ে জানতে পারি ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয়ে দোকান বসানোর চেষ্টা করলে দোকানীরা বাঁধা দেয়। পরে তাদের একজনকে আটক করে আনার চেষ্টা করলে দু'পক্ষ নিজেদের মধ্যে সমাধান করার কথা জানান। তাদের কাছে আটক হওয়া ওই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী কিনা আমরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়