রাজধানী ঢাকার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন থেকে এক যাত্রীর ভুল করে রেখে যাওয়া মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। আর এই চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কারওয়ানবাজার স্টেশনের ম্যানুয়াল টিকেট কাউন্টারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ম্যানুয়াল কাউন্টার থেকে টিকিট কাটার সময় এক যাত্রী কাউন্টারের দেওয়ালের ওপর তার মোবাইল ফোনটি রাখেন। টিকিট নিয়ে চলে যাওয়ার সময় তিনি ফোনটি নিতে ভুলে যান। এ সময় ফোনটি ভাইব্রেশন মোডে ছিল।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ফোনটিতে কল আসায় ভাইব্রেশন হতে থাকে। ভাইব্রেশনের কারণে একপর্যায়ে মোবাইল ফোনটি নিচে পড়ে যায়। এ সময় পাঞ্জাবি-টুপি পরিহিত এক ব্যক্তি এসে কাউন্টারে কথা বলেন। এরপর পকেট থেকে নিজের মোবাইল ফোনটি বের করে কিছু একটা দেখতে থাকেন আর পড়ে থাকা মোবাইল ফোনটি পা দিয়ে আড়াল করেন। একপর্যায়ে তিনি বসে পড়ে ওই ফোনটি তুলে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন। তারপর দ্রুত সেখান থেকে সঁটকে পড়েন।
এ ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ নেটিজেন ওই ব্যক্তির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।