শিরোনাম
◈ পদ্মা ব্যাংকের ৫ কোটি টাকা আত্মসাৎ, নাফিজসহ চারজনের বিরুদ্ধে মামলা ◈ ১০ অর্থনৈতিক অঞ্চল গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল: বিডা চেয়ারম্যান ◈ বিনিয়োগ বান্ধব ও সময়োপযোগী বাজেটের প্রত্যাশা ব্যবসায়ীদের ◈ বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত: রিপোর্ট ◈ আকাশ ছোঁয়া দামেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ ◈ সারাদেশে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান ◈ ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের কারাদণ্ড ◈ নতুন শিল্পে প্রতি ঘনমিটারে গুনতে হবে ৪০ টাকার বাড়তি গ্যাস বিল ◈ পিএসএল থেকে ফিরে হতাশ লিটন দা‌সের হতাশা প্রকাশ, পিএসএল থে‌কে পাওয়ার চে‌য়ে হারালাম বে‌শি ◈ পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের বিরুদ্ধে আ‌র্থিক দুর্নীতির অভিযোগ 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০২:৩৫ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ, অতঃপর  ৮৬ কেজি গাঁজা উদ্ধার!

মাসুদ আলম : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. তাফসিরকে (৩০)  গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

বুধবার বিকেলে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানা পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন,  বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ। ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভিকটিমের মৃত্যু সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরবর্তীতে রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।  এরপর নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে একজন পেশাদার মাদক কারবারি। তার বাসার একটি কক্ষের মধ্যে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে।

তিনি আরও বলেন, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও তার দেখানো মতে বসুন্ধরা আবাসিক এলাকার তার ভাড়া বাসার ৬ষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে  ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  করা হয়েছে। 

সুজন বলেন, গ্রেফতারকৃত তাফসির পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে সে নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়