শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০ বাস আটক

ডেইলি স্টার বাংলা; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০টি বাস আটক করেছে তার সহপাঠীরা।

সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা বাস আটক করেন।

সূত্র অনুসারে, গুলিস্তান থেকে ওই শিক্ষার্থী বাসে উঠেছিলেন। চালকের সহকারী তাকে যৌন হয়রানি করলে তিনি প্রতিবাদ করেন। তবে বাসের যাত্রীরা কেউ প্রতিবাদ করেননি। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের জানান।

বাস মালিকের সঙ্গে শিক্ষার্থীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেননি। যে বাসে এই ঘটনা ঘটেছিল, সেই বাসটিও শনাক্ত করা যায়নি। যে কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টি বাস আটকে চাবি নিয়ে নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভিক্টর ক্লাসিকের বাসে এমন ঘটনা এই প্রথম নয়। বারবার যৌন হয়রানির ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 'বিচার না পাওয়া পর্যন্ত আমরা বাস ছাড়ব না,' বলেন এক শিক্ষার্থী।

যোগাযোগ করা হলে ওই শিক্ষার্থী বলেন, 'গুলিস্থান থেকে বাসে উঠার পর থেকেই হেলপার আমাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। প্রতিবাদ করলেও সে থামেনি। কন্ডাকটরকে জানালেও তিনি চুপ ছিলেন। কেউ কোনো কথা বলেনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়