শিরোনাম
◈ যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত : সাইফুল হক ◈ দেশ থেকে চুরি হওয়া সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ◈ ধর্ষণের হুমকির বিচার চেয়ে রাস্তায় দাঁড়ালেন মা-মেয়ে ◈ সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু বৃহস্পতিবার ◈ দেশের রাজনীতি ও নির্বাচন কোন দিকে যাচ্ছে? ◈ ভোজ্যতেলের কর সুবিধা বাড়ানোর সুপারিশ ◈ তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ একেবারেই সহজ প্রক্রিয়ায় স্টোরি থেকে আয়ের সুযোগ দিচ্ছে ফেসবুক ◈ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ (ভিডিও) ◈ শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০ বাস আটক

ডেইলি স্টার বাংলা; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০টি বাস আটক করেছে তার সহপাঠীরা।

সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা বাস আটক করেন।

সূত্র অনুসারে, গুলিস্তান থেকে ওই শিক্ষার্থী বাসে উঠেছিলেন। চালকের সহকারী তাকে যৌন হয়রানি করলে তিনি প্রতিবাদ করেন। তবে বাসের যাত্রীরা কেউ প্রতিবাদ করেননি। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের জানান।

বাস মালিকের সঙ্গে শিক্ষার্থীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেননি। যে বাসে এই ঘটনা ঘটেছিল, সেই বাসটিও শনাক্ত করা যায়নি। যে কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টি বাস আটকে চাবি নিয়ে নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভিক্টর ক্লাসিকের বাসে এমন ঘটনা এই প্রথম নয়। বারবার যৌন হয়রানির ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 'বিচার না পাওয়া পর্যন্ত আমরা বাস ছাড়ব না,' বলেন এক শিক্ষার্থী।

যোগাযোগ করা হলে ওই শিক্ষার্থী বলেন, 'গুলিস্থান থেকে বাসে উঠার পর থেকেই হেলপার আমাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। প্রতিবাদ করলেও সে থামেনি। কন্ডাকটরকে জানালেও তিনি চুপ ছিলেন। কেউ কোনো কথা বলেনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়