শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার

মাসুদ আলম : একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৭ মার্চ) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

সনদ বড়ুয়া বলেন, র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৬ মার্চ) সাড়ে ৫টার সময় ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করতে সক্ষম হন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে আত্মগোপন চলে যান তিনি। এক পর্যায়ে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়