শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা কোম্পানি ◈ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর প্রত্যয় হামজা চৌধুরীর কণ্ঠে ◈ নতুন মাত্রায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, সতর্ক দৃষ্টিতে ভারত ◈ দেশে কোন খাদ্য সংকট হবে না ◈ ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ◈ এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন ◈ চুয়েট নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার ◈ নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি ◈ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত : আইন উপদেষ্টা ◈ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান (ভিডিও)

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪০ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার

মাসুদ আলম : একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৭ মার্চ) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

সনদ বড়ুয়া বলেন, র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৬ মার্চ) সাড়ে ৫টার সময় ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করতে সক্ষম হন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে আত্মগোপন চলে যান তিনি। এক পর্যায়ে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়