শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার

মাসুদ আলম : একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৭ মার্চ) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

সনদ বড়ুয়া বলেন, র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৬ মার্চ) সাড়ে ৫টার সময় ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করতে সক্ষম হন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে আত্মগোপন চলে যান তিনি। এক পর্যায়ে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়