শিরোনাম
◈ একদিকে বন্ধ হয় শিল্প কারখানা, অন্যদিকে বাড়ে রপ্তানি ◈ শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের কাঁচা বাজারে ভ.য়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট (ভিডিও) ◈ ৮ নির্দেশনা নির্বাচন ভবনে প্রবেশে ◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুরো সংবিধানকে বদলে ফেলা যুক্তিযুক্ত নয়: ড. কামাল হোসেন (ভিডিও) ◈ আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে!

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২০ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২৭

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সোহাগ (২০), ২। রাব্বি  (২০), ৩। মেহেদী (২০), ৪। রাফিদুল অপু (২০), ৫। রিফাত (২০), ৬।  সৌরভ (২০), ৭। জীবন (২৮), ৮। মেহেদী  (২২), ৯।  রফিক (৩৭), ১০। রাশেদ (৩২), ১১। মো:আলী  (২০), ১২। আফজাল (২৮), ১৩। ওয়াহিদ (২৮), ১৪। তাহসিন (২৮), ১৫। নাজিম (২২), ১৬। ইয়াছিন (২০), ১৭। শাকিল (২৫), ১৮। মোহাম্মদ আলী (৩৫), ১৯। সাফায়েত (২০), ২০। কেনন (২৫) , ২১। নাইমুল (১৯), ২২। সিয়াম(১৯), ২৩। নুর ইসলাম (১৯), ২৪। হালিমা (২৬), ২৫। রাবেয়া (২৫), ২৬।  জান্নাত (২০) ও ২৭। লাকি (৩০)।

বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়