শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

মাসুদ আলম : রাজধানীর গুলশান এলাকা থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মাহাদী হাসান (২৮)।

বুধবার গভীর রাতে গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়,  জাহিদ হাসান বনানী এলাকার বাসিন্দা। তিনি তার নামে রেজিস্ট্রেশনকৃত একটি TOYOTA LAND CRUISER (যার মূ্ল্য ১ কোটি ৬৫ লাখ টাকা) গাড়ি বিক্রয়ের জন্য তার পরিচিত টিপু সুলতান নামে এক ব্যক্তিকে জানায়। গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় গাড়িটি মেরামতের জন্য একটি দোকানে নিয়ে যাওয়া হয়। গাড়িটি মেরামতকালে ওই দোকানের ম্যানেজারের মাধ্যমে গ্রেফতারকৃত মাহাদী গাড়িটি ক্রয় করতে আসে। মাহাদী একাধিকবার গাড়িটি দেখার পর গত ১৭ ফেব্রুয়ারি  দুপুর ৩টায় গাড়িটি চালিয়ে দেখাসহ তার মাকে দেখানোর কথা বলে টিপু সুলতানসহ গাড়িটি নিয়ে  গুলশান থানাধীন লেকপাড় সংলগ্ন বিলকিস টাওয়ারের সামনে যায়। মাহাদী সেখানে আগে থেকে  অবস্থানরত অজ্ঞাতনামা আরও ২/৩ জনের সহযোগিতায় টিপু সুলতানকে ভয়-ভীতি দেখিয়ে  ও হুমকি দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভিকটিম জাহিদ হাসান বাদী হয়ে গুলশান থানায় একটি চুরির মামলা দায়ের করে।  

মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি মাহাদি হাসানের অবস্থান সনাক্ত করে বুধবার রাতে গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মাহাদি হাসান  ও তার সহযোগিরা গাড়ি চোর চক্রের সদস্য। সে ও তার সহযোগিরা রাজধানীতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ও প্রতারণার মাধ্যমে গাড়ি চুরির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়