শিরোনাম
◈ এবার ২৯ মিলিয়ন ডলার অর্থের নজরদারির বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা ◈ ইসমে আজমের মাধ্যমে দোয়া করা হলে কবুল হওয়ার সম্ভাবনা বেশী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব ◈ মার্চে বাংলাদেশে সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ◈ রংপুরে হিযবুত তাওহীদ-এলাকাবাসী সংঘর্ষের নেপথ্যে কী? ◈ যে কারণে বাধ্য হয়ে অবৈধভাবে ভারতে গিয়ে কিডনি বিক্রি করছে! ◈ হরিরামপুরে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারী, ভোগান্তিতে রোগীরা ◈ ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তলসহ নারী আটক ◈ নতুন দল নিয়ে যে বার্তা দিলেন ফাহাম আব্দুস সালাম ◈ এবার যেভাবে মিলবে মার্কিন নাগরিকত্ব, জানালেন ট্রাম্প

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট

বিবিসি: টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের বনভোজনের বাসে ডাকাতি ঘটেছে। মঙ্গলবার ভোরে ঘাটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে যে- ময়মিনংহের ফুলবাড়িয়ার উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চারটি বাসে করে বনভোজনের উদ্দেশে নাটোর যাচ্ছিলেন।

মঙ্গলবার ভোরের দিকে তারা ঘাটাইল এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে তিনটি বাস থামায়।

এরপর অস্ত্রের মুখে ‘জিম্মি’ করে ডাকাত দলটি বাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানিয়েছেন, ডাকাত দলে অন্তত দশজন ছিলেন এবং তাদের সবার কাছে দেশীয় অস্ত্র ছিল।

ডাকাতরা তাদের কাছ থেকে নগদ প্রায় দেখ লাখ টাকা, অন্তত এক ভরি স্বর্ণ এবং কমপক্ষে দশটি মোবাইল ফোন নিয়ে গেছে বলেও জানান তিনি।

তিনটি বাসে যখন ডাকাতি চলছিল, তখন অপর বাসের যাত্রীরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ডাকাত দলটিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।

এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ঘটেছিল। ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়