শিরোনাম
◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান ◈ দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি? ◈ ভোলায় রপ্তানি প্রক্রিয়া জোন স্থাপন করা হবে : প্রধান উপদেষ্টা ◈ ‘দেশে প্রতিবছর ১ লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব’ ◈ পাকিস্তানের ভাগ্যটা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত! ◈ ৬ মাসেও ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা, তাহলে রেখে কি লাভ : দুদু ◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩১ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪ (ভিডিও)

প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪

গাজীপুরের শ্রীপুরে রাম দা হাতে হ্যান্ড মাইকে ঘোষণা নিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমের চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সূত্র : যমুনাটিভি

গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মামলার এজাহারভুক্ত আসামি। তারা হলেন, হাশেম ও হৃদয়। এই দুইজন বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এদিকে মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেলে উপজেলার এমসি বাজার এলাকায় দেশীয় অস্ত্র হাতে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। এরপর রাতেই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা একজন ব্যবসায়ী মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শুনা যায়, আজকের পর থেকে যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কিনা সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল। হাতে লম্বা লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়