শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ২ ছাত্রলীগ নেতা অস্ত্রসহ আটক

চট্টগ্রামে মহানগর ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার রাতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন—চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. ইমরান আলী মাসুদ (৩৩) ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মনছুর আলী।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

'আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,' বলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়