শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও)

ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও ২ জন নারীকে ধর্ষণের ঘটনা ঘটলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ জানায়, বাসটির হেল্পার এবং সুপারভাইজারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নাটোরের জুডিশিয়াল আদালতে তোলা হয়। পরবর্তীতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী একটি বাস যাত্রা শুরু করে। চন্দ্রা থেকে কয়েকজন নতুন যাত্রী ওঠে। পরে টাঙ্গাইলে পৌঁছালে ওই যাত্রীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি নিয়ন্ত্রণে নেয়। তারা যাত্রীদের কাছ থেকে সব মালামাল লুট করে এবং দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর মির্জাপুর এলাকায় ডাকাতরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

একজন ভুক্তভোগী জানান, তার কাছে এক লাখ ২০ হাজার টাকা ছিল, যা ডাকাতরা লুট করে নেয়। গাড়িতে থাকা অন্য যাত্রীদের কাছ থেকেও সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।

ভুক্তভোগীদের দাবি, ড্রাইভার এবং হেল্পারও ডাকাতদের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, বাসটিকে থামিয়ে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়