শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও)

ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও ২ জন নারীকে ধর্ষণের ঘটনা ঘটলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ জানায়, বাসটির হেল্পার এবং সুপারভাইজারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নাটোরের জুডিশিয়াল আদালতে তোলা হয়। পরবর্তীতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী একটি বাস যাত্রা শুরু করে। চন্দ্রা থেকে কয়েকজন নতুন যাত্রী ওঠে। পরে টাঙ্গাইলে পৌঁছালে ওই যাত্রীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি নিয়ন্ত্রণে নেয়। তারা যাত্রীদের কাছ থেকে সব মালামাল লুট করে এবং দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর মির্জাপুর এলাকায় ডাকাতরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

একজন ভুক্তভোগী জানান, তার কাছে এক লাখ ২০ হাজার টাকা ছিল, যা ডাকাতরা লুট করে নেয়। গাড়িতে থাকা অন্য যাত্রীদের কাছ থেকেও সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।

ভুক্তভোগীদের দাবি, ড্রাইভার এবং হেল্পারও ডাকাতদের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, বাসটিকে থামিয়ে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়