শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

মোহাম্মদপুরে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের এক কেজির অধিক হেরোইনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- সাবিনা আক্তার (২২) ও মোছাঃ রিনা বেগম (৩৯)। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ  অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।

বুধবার ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ  অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম জানতে পারে মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিং, বাড়ী নং-১০, রোড নং-০১, ব্লক-এ এর একটি  ফ্ল্যাটে দুই  নারী মাদক কারবারি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে এক কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দুটি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র,  চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কর্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম  সিলার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত হেরোইন বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়