শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বিদেশি মুদ্রা ও সোনাসহ বেবিচকের নিরাপত্তাকর্মী আটক

মনজুর এ আজিজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি মুদ্রা ও সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা।
আটক ব্যক্তির নাম মো. ওহিদুর। শনিবার রাত ১টা ২০ মিনিটে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

বেবিচক সূত্র জানায়, গ্রিন চ্যানেলে ওহিদুরের সন্দেহজনক আচরণ দেখে এনএসআই সদস্যরা তার প্রবেশের কারণ জানতে চান। এসময় তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এরপর তার দেহ তল্লাশি করা হলে ১২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওহিদুর জানান, সৌদিয়া এয়ারলাইন্সের রিয়াদ-ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন নামক এক ব্যক্তি তাকে এসব স্বর্ণালংকার হস্তান্তর করেন। তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ লিটন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে ১২৫০ সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়।
বেবিচক সূত্র আরও জানিয়েছে, বিমানবন্দরে দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে এবং এরই ধারাবাহিকতায় যেকোনো অনিয়ম ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়