শিরোনাম
◈ সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের আহ্বান ◈ মধ্যরাতে প্রধান ফটকের তালা ভেঙে নীলক্ষেতে ইডেন কলেজের ছাত্রীরা (ভিডিও) ◈ সাত কলেজের ঘটনা ‘দুঃখজনক’, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান প্রো ভিসি ড. মামুনের ◈ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ, শিবির সভাপতির বক্তব্য ◈ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার ◈ ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র (ভিডিও) ◈ তাসকিনের রেকর্ড, আবারো রাজশাহীর কাছে রংপুর রাইডার্সের অপ্রত্যাশিত হার ◈ এস কে সুরের লকারে তল্লাশি: ডলার-ইউরো, স্বর্ণসহ আরও যা পাওয়া গেল ◈ নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, তা দু:খজনক : মেজর হাফিজ ◈ শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটা নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ হত্যাকান্ডে চার বিভাগ উত্তাল, বিচার দাবি 

মহসিন কবির: দেশে সাম্প্রতি সময়ে খুন বেড়েছে। তুচ্ছ ঘটনায় একে অপরকে খুন করছে। এছাড়া পারিবারিক কলহে খুনের ঘটনা বেড়েছে। পাঁচ হত্যাকান্ডে চার বিভাগ  রয়েছে উত্তাল, বিচারের দাবি জানিয়েছে সহপাঠী ও আত্মীয় স্বজনরা। পুলিশও অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। 

খুলনা অর্ণব সরকার (২৮) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত অর্ণব সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র। সে নগরীর বানরগাতী ইসলাম কমিশনারের মোড়ের চিত্ত রঞ্জন সরকারের ছেলে। অর্ণব সরকারের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের  (কেএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব সরকার  চা পান করছিল। এ সময় ১৫/১৫ টি মোটরসাইকেলে সশস্ত্র যুবকরা এসে প্রথমে তাকে গুলি করে। গুলি তার গায়ে লাগার পর রাস্তার ওপর পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যযপরি কুপিয়ে ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় পাশর্^বর্তী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে পূর্বশত্রুতার জেরে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা মিলনের বন্ধু মো. আলী জানান, মিলন মিরপুর-১, ছোট দিয়াবাড়ীর আনারুলের ছেলে ।

রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শিমুলকে (২০) হত্যা করা হয়েছে দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে দুপুর ১২টার দিকে কলেজের সামনের ব্যস্ততম সড়ক অবরোধ করে বসে পড়েন শিক্ষার্থীরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। কর্মসূচিটি ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে করা হলেও এতে ছাত্রদলের কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিমুলকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। পুলিশও ঘটনার কয়েকটি সূত্র ধরে তদন্ত করছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা হয়নি।

শিমুলের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়। পরে শনিবার রাজশাহী কলেজেও কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, ‘শিমুলের মৃত্যুর পর এটাকে কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে মারধর করে মারা হয়েছে। এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। মনে হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করছি, এটা সরাসরি হত্যাকাণ্ড। তাঁকে আঘাত করে মারা হয়েছে। সুষ্ঠু তদন্তের দাবিতে আজ এই কর্মসূচি। প্রকৃতই যদি দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে দ্রুত সেটা বের করা হোক। আর যদি এটা হত্যাকাণ্ড হয়ে থাকে, সেই হত্যার বিচার চাই।’

চট্টগ্রামের রাউজানে  জাহাঙ্গীর আলমের (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত জাহাঙ্গীর আলমের (৫৫) বাড়ি ওই এলাকার আসত আলী মাতুব্বর পাড়ায়। তবে তিনি থাকতেন চট্টগ্রাম নগরীতে। প্রতি শুক্রবার গ্রামে যেতেন জুমার নামাজ আদায় করতে। নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু সৈয়দের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরীর আছাদগঞ্জের শুকটি ব্যবসায়ী ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “নোয়াপাড়ায় গুলিতে এক ব্যক্তি মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড, সেটা বের করার চেষ্টা চলছে।”

বরিশালের বাবুগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র রাব্বি হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিট থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজে ওই কর্মসূচি পালন করছেন নিহতের পরিবার ও কয়েক হাজার এলাকাবাসী। 

এসময় ঘণ্টাখানেক মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ জাুনয়ারি উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়