শিরোনাম
◈ ২০১৪ সালে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সমঝোতা হয়: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ◈ বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী ◈ এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ ◈ অনেক ঘাম ফেলে মেসির ইন্টার মায়ামি জয় পেলো ◈ যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান! ◈ শিক্ষার্থীদের বহিষ্কার থেকে শুরু করে টিভি চ্যানেল বন্ধ: বাক স্বাধীনতার মার্কিন স্টাইল! ◈ লিবিয়ায় মানবপাচার ও মুক্তিপণ আদায় চক্রের মূল হোতা ফখরুদ্দীন গ্রেপ্তার ◈ এবার পাকিস্তান সম্পর্কে যা বললেন মোদি! ◈ লিভারপুলকে হারিয়ে নিউক্যাসল ৭০ বছর পর ঘরোয়া ফুটবলের শিরোপা জিতলো  ◈ টেনিসের আদলে ৫ বিলিয়ন ডলারের ক্রিকেট লিগ চালু করছে  সৌদি আরব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণ ব্যবসায়ীর পায়ে গুলি করে ৭০ ভরি সোনা ছিনতাই

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: ঢাকার হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় এক গহনা ব্যবসায়ীর ওপর গুলি চালিয়ে চার লাখ টাকা ও ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, আগে থেকে ওঁত পেতে থাকা পাঁচটি মোটরসাইকেলে ৭-৮ জন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে টাকা ও সোনার ব্যাগ নিয়ে পালিয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকের ওই ঘটনায় গুরুতর আহত ৩৭ বছর ব্যবসায়ী সজল রাজবংশীকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর অন্য আরেকটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন। সজল রাজবংশী কামরাঙ্গীরচরের ‘ইতি জুয়েলার্সের’ মালিক। তিনি হাজারীবাগ সেকশন জেলেপাড়া এলাকায় থাকেন। তার বাবার নাম খোকন রাজবংশী।

সজলের ছোট ভাই জয় রাজবংশী  বলেন, রাতে দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও চার লাখ টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে হাজারীবাগের বাসায় ফিরছিলেন তার ভাই।

“বেড়িবাঁধ সেকশন এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা চার-পাঁচজন তার পথ আটকে ফাঁকা গুলি করে। তার বাম পায়ে গুলি করে সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।”

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জয়। কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচরের ইলহাম প্লাজায় সজলের জুয়েলারির দোকান। আর বাসা হাজারীবাগ এলাকায়। প্রতিদিনই তিনি সকাল ১১টার দিকে সোনা ও টাকা নিয়ে দোকানে আসতেন, আবার রাতে নিয়ে বাসায় যেতেন।

“গতকাল রাতে বাসায় ফেরার সময় বেড়িবাঁধ এলাকায় মোটারসাইকেলযোগে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে দিতে না চাওয়ায় তার পায়ে গুলি করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

“আমরা ঘটনাস্থলে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, বেড়িবাঁধ ট্রাফিক বক্স এলাকায় ঘটনার অন্তত ঘণ্টাখানেক আগে থেকেই তিনটি মোটরসাইকেলে তিনজন অপেক্ষা করছিল। পরে স্বর্ণ ব্যবসায়ীর মোটরসাইকেলটি যাওয়ার পর তিনটি মোটরসাইকেল স্টার্ট দিয়ে সামনে এগিয়ে যায়। আরও দুইটি মোটরসাইকেলে আরও চারজন পিছু নেয়।

“ঘটনাস্থলে গেলে সামনের মোটরসাইকেলগুলো থামিয়ে রাস্তার গতিরোধ করে এবং সাথে সাথে কয়েকজন নেমে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়।”

এ ঘটনায় শুক্রবার সকালে একটি মামলা করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, পাঁচটি মোটরসাইকেলে অন্তত ৭-৮ জন ছিল। ঘটনাস্থলে সিসি ক্যামেরা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়