শিরোনাম
◈ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা ◈ রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি! ◈ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ◈ ৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ব্যাট রিওভাইরাস: সতর্কবার্তা খেজুরের রস পানে  ◈ বাংলাদেশের পোশাক শিল্প পুনরুজ্জীবিত হচ্ছে ◈ অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ◈ মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীকে গ্রেফতার ◈ হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ ◈ ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীকে গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন (২০), মোঃ ওসমান গনী (২১), মোঃ সোহেল (২২) ও  মোঃ আলামিন (২১) । এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার গভীর রাতে  কোতোয়ালি থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে  কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানার মিটফোর্ড হাসপাতালের সামনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে   পালানোর চেষ্টাকালে সুমন, ওসমান, সোহেল ও আলামিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়