মাসুদ আলম: ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আসাদুল ওরফে বিটকেল (৩৪), মোঃ হিমেল প্রধান (২৭) ও সোহেল (৩০)।
সোমবার রাতে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
মঙ্গলবার মতিঝিল থানা পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার মেট্রোরেলের নিচ থেকে এই তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আসাদুল ওরফে বিটকেল এর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও মোঃ হিমেল প্রধান এর বিরুদ্ধে ছিনতাইয়ের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।