সম্প্রতি সাইবার অপরাধীদের একটি চক্রের পর্দা ফাঁস করল ভারতের রাজস্থান পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। এদের মধ্যে একজন আবার পেশায় চিকিৎসক। সে ঢোলপুরের বাসিন্দা।
অভিযোগ, টেলিগ্রামে লিঙ্ক পাঠিয়ে প্রতারণার জাল বিছিয়েছিল তারা। ইতিমধ্যেই ১৬টি রাজ্যে ১০ কোটি টাকার প্রতারণা করেছে তারা। সবচেয়ে অবাক করা বিষয় হল, গোটা দেশের বিভিন্ন রাজ্যে অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ৫১টি মামলার খাঁড়া ঝুলছে।
ভারতের হনুমানগড়ের এসপি আরশাদ আলি বলেন যে, ২৩ এপ্রিল পাক্কাসরনার বাসিন্দা সাহাব রামের পুত্র সুনীল কুমার একটি অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন যে, টেলিগ্রাম অ্যাপে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাঁর কাছে একটি মেসেজ এসেছিল।
আর যে নম্বর থেকে মেসেজটি পাঠানো হয়েছিল, তাতে একজন কলেজ পড়ুয়া মেয়ের অশালীন ছবি টোপ হিসেবে ছিল। কোনও বন্ধু হবে, এই ভেবে সুনীল কুমারও কথাবার্তা বলতে শুরু করেন। সূত্র : নিউজ১৮