শিরোনাম
◈ স্ত্রী আওয়ামী লীগ করায় মারধর, তালাক দিতে চাপ দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও: প্রধান উপদেষ্টা  ◈ নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি রিভা গ্রেফতার ◈ খালি পেটে মোটেও যে খাবারগুলো খাওয়া ঠিক নয় ◈ ৪ হাজার টনের বেশি তেল নিয়ে ঝড়ের কবলে পড়ে রুশ তেলবাহী জাহাজ দুই টুকরো! ◈ রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান  রাষ্ট্রপতির ◈ অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন ◈ বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন ◈ ঢাকায় এক ঘণ্টা কোথায় ছিলেন  বিক্রম মিশ্রি ? ◈ ৯২ জেলের ভারতের ‘শর্ত’ মেনে মুক্তির প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেক্সিমকোর কাছে দায়-দেনা ৫০ হাজার কোটি টাকা

বেক্সিমকোর অনিয়মের ক্ষতিয়ান হাইকোর্টে দাখিল করল বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। যেখানে বলা হয় ৩০ নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর ১৬টি ব্যাংক ও ৭টি ফিনান্স কোম্পানি কাছে ৫০ হাজার ৫০০ কোটি দায় দেনা আছে।

প্রতিবেদনে আরও বলা হয় বেক্সিমকোর ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮ কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। যে সমস্ত ব্যাংকে এই সব ঋণ পরিশোধ করেনি বেক্সিমকো, তার তালিকাও দাখিল করা হয়।

এর আগে ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ।

পরে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়।

গত ৫ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে এবং গ্রুপটির কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য ‘রিসিভার’ নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়