অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে তাদের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি জানান, মতিউর ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে দুটি এবং বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছে দুদক।
আপনার মতামত লিখুন :