শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৩ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ভিডিওকে বাংলাদেশে হিন্দু পোড়ানোর দাবি করে মিথ্যা প্রচারণা : রিউমার স্ক্যানার

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও প্রচার করে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করে প্রচার করা হয়েছে।যা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ। ছড়িয়ে পড়া ওই ভিডিওটি চীনে হ্যালোইন উদযাপনের বলে জানিয়েছে তারা।

রিউমার স্ক্যানার জানায়, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয়। এই দৃশ্যটি অন্তত ৬ বছর আগে চীনে হ্যালোইন উদযাপনের। ২০১৮ সালের ২৭ অক্টোবর ‘SviatMe’ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া গেছে। ভিডিওটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি হ্যালোইন পার্টির বলে জানা গেছে।’

ফ্যাক্টচেকিং এই প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ‘galaxychimelong’ নামক ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে হ্যালোইনের সাজে সজ্জিত একজনকে বিভিন্ন কার্যক্রম করতে দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির কার্যক্রমের মিল রয়েছে। সেই ভিডিওতেও জায়গাটির চীনের গুয়াংডং বলে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে হ্যালোইন অন্যতম একটি জনপ্রিয় উৎসব। মূলত পশ্চিমে এটি পালন করা হলেও সারাবিশ্বেই কমবেশি এই উৎসবের আয়োজন চোখে পড়ে। দিনটিতে অনেকে ভূতের সাজে সজ্জিত হয়ে ভয়ানক কার্যক্রম করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়