শিরোনাম
◈ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল ◈ চ্যাম্পিয়ন্স লিগ, জুভেন্টাসে কুপোকাৎ ম্যানচেস্টার সিটি ◈ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালো ◈ সংখ্যালঘু নিপীড়নে নিহত দাবি করা যোগসূত্র মেলেনি ৯ মৃত্যুর আটটিতে ◈ ভারতে এসে খেলতে হলে বাংলাদেশকে আগে ক্ষমা চাইতে হবে: অশোক ডিন্ডা ◈ এএফপির প্রতিবেদন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতার অবসান হলো না ◈ উৎসব ছাড়া জানুয়ারিতেই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা ◈ গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ দেশে ফিরছেন ফখরুল ◈ জো রুটকে সরিয়ে হ্যারি ব্রুক টেস্টের ১ নম্বর ব্যাটার ◈ আত্মগোপনে থাকা সাবেক এসবি প্রধান মনিরুলের স্ট্যাটাস নিয়ে তোলপাড়

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

আত্মগোপনে থাকা সাবেক এসবি প্রধান মনিরুলের স্ট্যাটাস নিয়ে তোলপাড়

মাসুদ আলম: ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের একটি ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় নেট দুনিয়া। গতকাল বুধবার বিকালে তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যাতে তিনি লেখেন, ‘জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা’। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং পুলিশের পাশাপাশি বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন করছেন, তিনি কি দেশে আছেন না বিদেশে আত্মগোপন করেছেন।

মনিরুল ইসলামের পোস্টের নিচে চৌধুরী আকবর হোসাইন নামের একজন মন্তব্য করেন, ‘আপনি এখন কোন বাংলায়?’ এর উত্তরে মনিরুল ইসলাম লেখেন, ‘সেটি কি আপনার জানা খুব দরকার?’ আকবর হোসাইন জবাব দেন, ‘আপনার প্রতি আগ্রহ থেকে জানতে চাওয়া। আপনার ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রকাশ না করলে সমস্যা নাই।’ এরপর মনিরুল ইসলাম লেখেন, ‘ধন্যবাদ ভাই, মবোক্রেসি বন্ধ হোক, ডিউ প্রসেস অব ল চালু হোক, তখন আবার দেখা হবে।’

এরপর দীন এম শিবলী নামে আরেক ব্যক্তি মন্তব্য করেন, “আপনি এটা এতদিনে বুঝলেন? গত ১৫ বছরে বুঝলেন না!! ‘জয় বাংলা’ বলে কত মানুষকে হত্যা করল, তখন তো আপনি ‘জয় বাংলা’র দলেই ছিলেন!” এর উত্তরে মনিরুল ইসলাম লেখেন, ‘আমি বরাবরই জয় বাংলার লোক!’

উল্লেখ্য, ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-আন্দোলন দমনে হত্যাকাণ্ডের অভিযোগে একাধিক হত্যা মামলা করে। এসব মামলার ভিত্তিতে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর থেকেই তারা পলাতক রয়েছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারা কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ। পলাতক অবস্থায় কিছুদিন আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পরে সেই পোস্টটি সমালোচনার সৃষ্টি করলে তিনি সেটি ডিলিট করেন।

দায়িত্ব নেওয়ার পর গত ৫ ডিসেম্বর পুলিশ প্রধান বাহারুল আলম প্রথম সংবাদ সম্মেলনে বলেন, পলাতক পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যদি তারা দেশের ভেতরে অবস্থান করেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। যদি তারা দেশের বাইরে থাকেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রক্রিয়া রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়