শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৫:১১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে ৪৩ যাত্রীকে জিম্মি করে ২টি বাস ডাকাতি, গ্রেপ্তার ৩

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে যাত্রীবেশে দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা। আজ দুপুরে গ্রেফতারকৃতদের ধামরাই থানা থেকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এরআগে, গতকাল তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অবস) মো. জসিম উদ্দিন জানান, গত ৩১ অক্টোবর রাতে পঞ্চগড় থেকে ঢাকা গামী ইসলাম পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে সিরাজগঞ্জ থেকে যাত্রীবেশে ৭ ডাকাত সদস্য উঠে। পরে যাত্রীবাহী বাসটি ধামরাই এলাকায় পৌছালে দেশীয় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অস্ত্রের মুখে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোনসহ নগদ ৮০ হাজার টাকাওস্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতির এক পর্যায়ে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসটি বাথুলি এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে যাত্রী ও স্থানীয়রা ডাকাত সদস্য মিজানুর রহমান ও ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে সজিব নামে আরো এক ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ডাকাত চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের জন্য  অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গত ২৫ অক্টোবর রাতেও এই চক্রটি আরো একটি ডাকাতি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়