শিরোনাম
◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ◈ ফরিদপুরে  বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ ◈ ম্যানচেস্টার সিটির পরাজয়, অন্য ম্যাচে জিতলো  লিভারপুল ◈ নিজের মাঠেই এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ ◈ ‘ঠিকানায় সাদ্দাম’, তোপে খালেদ মুহিউদ্দীন, হাসনাত-সারজিস বললেন ‘শহিদদের সঙ্গে প্রতারণা’ ◈ শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য ◈ সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না, প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি ◈ ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার ◈ আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অন্যায়: শমী কায়সার ◈ ট্রাম্প তার বিজয় বক্তৃতায় কী বলেছেন? গুরুত্বপূর্ণ কিছু অংশ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৫:১১ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে ৪৩ যাত্রীকে জিম্মি করে ২টি বাস ডাকাতি, গ্রেপ্তার ৩

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে যাত্রীবেশে দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা। আজ দুপুরে গ্রেফতারকৃতদের ধামরাই থানা থেকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এরআগে, গতকাল তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অবস) মো. জসিম উদ্দিন জানান, গত ৩১ অক্টোবর রাতে পঞ্চগড় থেকে ঢাকা গামী ইসলাম পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে সিরাজগঞ্জ থেকে যাত্রীবেশে ৭ ডাকাত সদস্য উঠে। পরে যাত্রীবাহী বাসটি ধামরাই এলাকায় পৌছালে দেশীয় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অস্ত্রের মুখে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোনসহ নগদ ৮০ হাজার টাকাওস্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতির এক পর্যায়ে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসটি বাথুলি এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে যাত্রী ও স্থানীয়রা ডাকাত সদস্য মিজানুর রহমান ও ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে সজিব নামে আরো এক ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ডাকাত চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের জন্য  অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গত ২৫ অক্টোবর রাতেও এই চক্রটি আরো একটি ডাকাতি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়