শিরোনাম
◈ পাঠ্যবইয়ে যে পাঁচটি পরিবর্তন আসছে ◈ সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার গোলাম ফারুককে দেখা গেল কলকাতায় ◈ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার ◈ ধানমন্ডিতে বাসায় ঢুকে ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১৩ জনের ৮ জনই শিক্ষার্থী (ভিডিও) ◈ বেসিসের নতুন সভাপতি রাশিদুল হাসান ◈ মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ: রেমিটেন্স শাট ডাউনের হুমকি ◈ সায়মা ওয়াজেদকে নিয়ে আপত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জটিলতা তৈরি করবে ? ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ব্যয়বহুল লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা ◈ কুমিল্লার আহত জনি ও রাকিব চিকিৎসার অভাবে পঙ্গুতের পথে চাকুরী হারিয়ে চলছে মানবেতর জীবনযাপন ◈ টাঙ্গাইলে পাখির নিরাপত্তা আশ্রয় তৈরিতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০১:০৭ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৪, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডিতে বাসায় ঢুকে ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১৩ জনের ৮ জনই শিক্ষার্থী (ভিডিও)

কিছুদিন ধরে রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রায়ই ছিনতাই- ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যা নামলেই সড়কে চলাফেরা অনিরাপদ হয়ে পড়ে। এবার শিক্ষার্থী পরিচয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ধানমন্ডি থানার এসআই মাসুদ পারভেজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ১৩ জন বাড়িটির দারোয়ানকে মারধর করে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরাও ভাঙচুর করে। পরে বাসার বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

পরে এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই মাসুদ। তিনি বলেন, তদন্ত করে আরও বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়