ডেমরায় পাওনা টাকা চাওয়ায় নারীকে খুন করে লাশ গুম
মো. বশির উদ্দিন ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় পাওনা টাকা চাওয়ায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারীকে খুন করে লাশ গুম করার অপরাধে গ্রেফতার স্বামী—স্ত্রীকে রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের নাম বিউটি আক্তার মিম (৩৫) ও মো. জহির উদ্দিন বাবু (৪৫)। শনিবার (৫ অক্টোবর) রাতে এ খুনের ঘটনায় মৃতের মা বিউটি আক্তার (৪৭) গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করলে রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। খুনিরা ডেমরার রাজাখালি এলাকার নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত মরিয়ম বেগম একই এলাকার মৃত আব্দুল সাত্তারের মেয়ে ও খিলগাঁও থানাধীন দক্ষিণগাঁও বটতলা এলাকার আক্তার হোসেনের স্ত্রী।
মৃতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে খুনি মিম তার স্বামী জহির ব্যবসার কথা বলে মরিয়মের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৪ লক্ষ টাকা ধার হিসেবে নেয়। ওই টাকা সংক্রান্তে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। গত ৩ অক্টোবর রাতে মরিয়ম তার মাকে জানিয়ে মিমের বাড়ীতে গিয়ে পাওনা ৪ লক্ষ টাকা চায়। এ সময় বাগবিতন্ডার এক পর্যায়ে খুনিরা মরিয়মকে খুন করে তাদের ঘরের পেছনে পরিত্যক্ত জায়গায় মাটি গর্ত করে লাশ গুম করে। এর আগে মরিয়ম তার ঘরের কোথায় চুক্তি সাক্ষরিত স্ট্যাম্প রেখেছে সে খবর জেনে নেয় আসামিরা।
মরিয়মের মা বিউটি আক্তার (৪৭) জানায়, গত ৪ অক্টোবর সকালে মরিয়মকে খোঁজ করতে মিমের বাসায় যান তিনি। সেখানে খুনিরা বলে মরিয়ম দক্ষিণগাঁও তার বাড়িতে চলে গেছে। এদিকে ওই দিনই বেলা ১০ টার দিকে মিম ও জহির তাদের ২ সন্তান নিয়ে মরিয়মের বাড়ীতে গিয়ে তার বড় ছেলে মাহিনের (১৪) কাছ থেকে স্ট্যাম্পটি নেওয়ার সময় বলে তার মা রাজাখালিতেই আছে। গত ৫ আগস্ট সকালে নাতির কাছে মরিয়মের বাসায় না ফেরা ও খুনিদের স্ট্যাম্প নেওয়ার খবর পেয়ে বেলা ১১ টার দিকে সন্দেহবশত বাদী মিমের বাসায় যায়। এ সময় এলাকার কিছু ছেলেরা মিমের বাড়ীর পেছনের নতুন মাটির উঁচু স্তুপ দেখে মাটি সরালে মরিয়মের হাত বেরিয়ে আসে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ মরিয়মের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল কুমার বলেন, শনিবার (৫ অক্টোবর) লাশ উদ্ধারের সময় মিম ও জহিরকে গ্রেফতারের সময় এলাকাবাসী তাদের বেধড়ক মারধর করে। খুনের ঘটনায় খুনি স্বামী—স্ত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আপনার মতামত লিখুন :