শিরোনাম
◈ রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের ◈ রোহিঙ্গারা আগামী বছর যেন নিজ বাড়িতে ঈদ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ◈ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ◈ সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস ◈ (১৫ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ শনিবার জাতিসংঘ মহাসচিবের যত কর্মসূচি ◈ টিউলিপ সিদ্দিক জাল স্বাক্ষর করেছিলেন বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৪, ১১:৪৮ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর মহাখালী এলাকা থেকে শাহ কামালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।  গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপি'র একটি অভিযানে ৩ কোটি ১ লক্ষ টাকা ও ১০ লক্ষ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। শনিবার (১৭ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার মাইনুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

শুক্রবার (১৬ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।

এর ধারাবাহিকতায় শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানে তিনি গ্রেফতার হয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাসাটি ত্রাণ ও দুর্গম ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের। ওই বাসা থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে তিন হাজার ইউএস ডলার, এক হাজার মালোয়শিয়া রিংগি, দুই হাজার ৯৬৯ সৌদী রিয়াল, চার হাজার ১১২ সিঙ্গাপুরী ডলার, এক হাজার ৯১৫ অট্রেলিয়ান ডলার, ২৫ হাজার কোরিয়ান ইয়াং ও ১৯৯ চাইনিজ ইয়াং। এছাড়াও ১০০ টাকার ৭৪৪টি প্রাইজ ব্রন্ড উদ্ধার করা হয়, যার মূল্য ৭৪ হাজার ৪০০ টাকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় সাবেক সচিব শাহ কামাল পরিবার নিয়ে থাকেন। পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযান বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়