শিরোনাম
◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার! ◈ সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ◈ রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার ◈ আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ কৌশলে রাতে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৪, ০১:৩৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ নেতার বাড়ি উদ্ধার করে দিলেন বিএনপি নেতা !

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকালে রাজধানীর আদাবর এলাকায় কয়েকজন যুবদল নেতা মিলে এক ছাত্রলীগ নেতার বাড়ি দখল করে নেন। এ ঘটনার তিন দিন পর ছাত্রলীগ নেতার মা এক বিএনপি নেতাকে বাড়ি দখলের বিষয়টি জানালে তারা এসে যুবদল নেতার কাছ থেকে বাড়িটি উদ্ধার করে দেন। ৮ আগস্ট বিকালে আদাবরের মেহেদীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র : যুগান্তর

জানা যায়, আদাবর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুবেলের মেহেদীবাগের বাড়িটি সব ভাড়াটিয়াকে নামিয়ে দিয়ে দখল করে নেন আদাবর থানা যুবদল নেতা রাকিব ও রানাসহ ৪০-৫০ জনের একটি দল। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে ছাত্রলীগের এই নেতাসহ তার পরিবারের সদস্যরা আতঙ্কে এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেন। এর তিনদিন পর ছাত্রলীগ নেতার মা সেলিনা বেগম আদাবর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হাসান জীবনকে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে আশপাশের বাসিন্দা ও বিএনপির অন্য নেতাকর্মীদের নিয়ে বাড়িটি উদ্ধার করে দেন।

সেলিনা বেগম বলেন, বাড়ির ভাড়াটিয়ারা ফোনে জানান, তাদের বিএনপির লোকজন এসে বাড়ি থেকে জোর করে নামিয়ে দিয়েছে। পরে জানতে পারি যুবদলের রাকিব, রানাসহ ৪০-৫০ জন লোক এসে বাড়িটি দখল করে। ঘটনার তিনদিন পর আদাবর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হাসান জীবনকে আমি কল দিয়ে বিষয়টি জানালে তিনি লোকজন নিয়ে এসে বাড়িটি তাদের হাত থেকে উদ্ধার করে দেন। 

এ প্রসঙ্গে মনোয়ার হাসান জীবন বলেন, স্বৈরাচার সরকার পতনের পর আমাদের আদাবরে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা শুরু হয়েছিল। পরে আমি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে পুরো আদাবর এলাকার বিভিন্ন জায়গায় সেগুলো বন্ধে দিন-রাত টহল দিচ্ছি। আদাবর এলাকায় যেখানে কোনো দখল, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রমের খবর পাচ্ছি সেখানে সেনাবাহিনী, কখনো এলাকাবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলছি। আমরা চাই দলমত নির্বিশেষে পুরো আদাবর এলাকায় সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। বিগত আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যেভাবে নির্যাতন, জুলুমের স্টিমরোলার চালিয়েছিল আমরা সেই নির্যাতনের জবাব সবাইকে ভালোবাসা দিয়ে দিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়