শিরোনাম
◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ ফরিদপুরে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধকে উদ্ধার করলেন নির্বাহী কর্মকর্তা ◈ ঠাকুরগাঁওয়ে মুক্তিপণের ২৫ লাখ দিয়েও ছেলেকে ফেরত পেলনা পিতা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ৩০০ টাকার জন্য যুবক নিহত, আসামি গ্রেপ্তার 

নিহত যুবক

ইফতেখার আলম, রাজশাহী: [২] রাজশাহী নগরীতে টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সাব্বির (১৭)  নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে চন্দ্রিমা থানাধীন সরকার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে। 

[৩] নিহত সাব্বির ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকার হায়দার আলীর ছেলে। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৪] বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান জানান, মাত্র তিনশত টাকা লেনেদেন নিয়ে সাব্বিরের সঙ্গে একই এলাকার  মিজানুর রহমানের বিরোধ চলছিল।

[৫] সে তার বাবা গোলাপ হোসেন, ছোট ভাই আব্দুল্লাহসহ সহযোগী অন্ততরকে সাথে নিয়ে সরকার বাড়ির মোড়ে সাব্বিরের সাথে দেখা করলে লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

[৬] একপর্যায়ে মিজানুর তার সহযোগীদের নিয়ে সাব্বিরের বুকের উপর ও নিচে এবং ডান হাতের কুনিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। পরে রামেক হাসপাতালে নিলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দেয়। 

[৭] ওসি আরও জানান, এই ঘটনায় নিহত সাব্বিরের বাবা হায়দার আলী বাদী হয়ে আজ রোববার (২৮ জুলাই) সকালে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল
 
প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়