শিরোনাম
◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা  ◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলা নিয়ে তর্কের জেরে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে সকাল ১০টার দিকে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

[৩] নিহতের পরিবারের দাবি, মাসুদ নামে এক সন্ত্রাসী তাকে বুকে গুলি করে হত্যা করেছে।

[৪] নিহত রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়ার তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  

[৫] সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বলেন, সকাল ১০টায় পাকুন্দায় একটা কমিউনিটি হাসপাতালের দিকে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সকালে জুয়া খেলা নিয়ে তর্কের একপর্যায়ে একজন আরেকজনকে গুলি করেছেন। কিছুক্ষণ আগে আমি শুনেছি গুলিবিদ্ধ একজন মারা গেছেন।  

[৬] সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসিন বলেন, ঢামেক হাসপাতালে একজন মারা গেছে বলে জানতে পেরেছ। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়